Cartoon srory, bangla storys, Wise story , and very interested, climax
![]() |
তার এতে দুংখ ছিলনা যে তার বাবা, মা তাকে "রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল তার এতে দুংখ ছিল যে" সে কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি। একটি জিনিস সে খুবই ভালো করত গান। সবাই বলত যে তার কন্ঠে নাকি মা সরস্বতী সংহ বাস করেন। একদিন সে আপন মনে গান করছিল। হঠাৎ তার কাছে একটি লোক এসে একটি কার্ড দিয়ে বলল এই ঠিকানায় কালকে ঠিক দশটার সময় চলে আসবে। পরেরদিন ঠিক সময় অপূর্ব সেই ঠিকানায় হাজির হল। অই কালকের লোকটি একজন বড়ো গায়ক। তিনি কালকে অপূর্বর গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে ছিলেন। এবং তিনি অপূর্ব কে বলেন যে সে এই মিঊজিকের দুনায়াতে বড়ো নক্ষত্র হয়ে থাকবে। আমি তোমাকে কাল একজনের কাছে পাঠাবো যে তোমাকে এই যুগের আদব কায়দা শেকিয়ে পুরো পালটে দেবে। এভাবে অপূর্বের সব গান সুপার হিট হল। এখন অপূর্ব তার বাবা মাকে ধন্যবাদ জানায়। তার মনে হয় তার এই সব তার বাবা মায়ের জন্যয় হয়েছে।
Tags:
Story