Model activity task part 4 class 10 | model activity task bangla part 4 class 10

Model activity task part 4 class 10 |  model activity task bangla part 4 class 10


১.  ঠিক উওরটি বেছে নিয়ে লেখো :

১.১ তপনের লেখা যে গল্পটি  'সন্ধ‍্যাতারা' পএিকায় ছাপা হয়েছিল -

ঘ) স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা

১.২ পাঠ্য ‘অসুখী একজন’ কবিতাটির অনুবাদক—

খ) নবারুণ ভট্টাচার্য

১.৩ ‘আফ্রিকা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে—

গ) পত্রপুট

১.৪ ‘বাবু কুইল ড্রাইভারস’ কথাটি বলতেন—

খ) লর্ড কার্জন

১.৫ যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়—

খ) দিনগুলি রাতগুলি

কম-বেশি ২০টি শব্দের উত্তর লেখো :

২.১ কোন্ কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল ? 

উওর:-উদ্দিষ্ট বহুব্য:  ছোটোমেসোমশাই একজন লেখক এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।

• তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ:

 তপনের ধারণা ছিল লেখকরা বোধ হয় অন্য জগতের মানুষ। তাই একজন লেখককে সামনে থেকে দেখা তার কাছে এক স্বপ্নপুরণের মতো ছিল। সেকারণেই ছোটোমেসো বই লেখেন আর সেই বই ছাপা হয় শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল। একজন ‘সত্যিকার লেখক'-কে যে এভাবে সামনে থেকে দেখা সম্ভব সেটাই তপনের কাছে অবিশ্বাস্য ছিল।

২.২ ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উওর:-পাবলো নেরুদার Extravagaria প্রশ্নের 'La Desdichada' কবিতাটি নবারুণ ভট্টাচার্য 'অসুখী একজন' নামে অনুবাদ করেন। নবারুণ ভট্টাচার্যের অনূদিত বিদেশি ফুলে রত্তের ছিটে গ্রন্থ থেকে 'অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post